অ্যাকসেসিবিলিটি লিংক

জামায়াতে ইসলামির চাপ দুই নেত্রীর আলোচনায় অন্যতম প্রতিবন্ধকতা : ড শাহদীন মালিক


বাংলাদেশে নির্বাচনকালীন সরকার গঠন নিয়ে ক্ষমতাসীন ও বিরোধী জোটের মধ্যে তীব্র দ্বিমত , সরকারের মেয়াদ নিয়ে বিতর্ক এবং বিরোধী জোটের মধ্যে কট্টর পন্থিদের চাপে মধ্যে রয়েছেন স্বয়ং বিরোধী নেত্রী , এ সব বিষয় নিয়ে , ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডীন এবং বিশিষ্ট আইনজ্ঞ ড শাহদীন মালিক বিস্তারিত কথা বলেছেন ভয়েস অফ আমেরিকার সঙ্গে । তিনি বলেন যে ক্ষমতাসীন জোট এবং বিরোধী জোটের মধ্যে আলোচনা না হবার পেছনে অন্যতম একটি কারণ হচ্ছে , বিএনপি এবং তার নেত্রীর উপর জামায়াতে ইসলামির চাপ। জামায়াত চাইছে যে তাদের দাবি অনুযায়ী তত্বাবধায়ক সরকার গঠিত না হলে , গোলযোগ্ অব্যাহত রাখতে এতে যুদ্ধাপরাধীর বিচারে বিঘ্ন সৃষ্টি হবে। জামায়াতের এই চাপের কাছে বিএনপি’র নতি স্বীকারের আরেকটি কারণ হচ্ছে রাস্তার আন্দোলনে এবং সহিংসতায় জামায়াত একটা ভূমিকা রাখছে, যাকে ড মালিক মাঠের রাজনীতি বলছেন। তবে তিনি এ কথাও বলেন যে এই আপোষরফা না হওয়ার পেছনে একটা বড় কারণ হচ্ছে কোন পক্ষই মনে করছে না যে আলোচনার মধ্য দিয়ে তারা লাভবান হবে।

ড শাহদীন মালিক আরও বলেন যে সরকারের বৈধতা নিয়ে যে প্রশ্ন উঠেছে সেটি রাজনৈতিক বক্তৃতার বিষয় হতে পারে কিন্তু এর পেছনে কোন সাংবিধানিক সমর্থন নেই। সংবিধানে সরকারের মেয়াদ দেওয়া হয়নি । মেয়াদ আছে রাষ্ট্রপতির আর সংসদের। আর সংসদের সেই মেয়াদ এখন ও বহাল আছে , সুতরাং সরকারকে অবৈধ বলার কোন যুক্তিসঙ্গত কারণ নেই। আনিস আহমেদের নেওয়া বিস্তারিত সাক্ষাৎকারটি শুনুন :


please wait

No media source currently available

0:00 0:05:11 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG