অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানে তালিবানের সঙ্গে আলোচনায় কোন নিস্পত্তি হবার সম্ভাবনা নেই: মাসকাওয়াথ আহসান


পাকিস্তানে অনেক বছর ধরে চলে আসা সংহিংস জঙ্গিবাদ নিরসনের লক্ষে পাকিস্তান সরকার ও তেহরিকেতালিবানে পাকিস্তান বা টিটিপি’র মধ্যে যে আলোচনা শুরু হয়েছিল বৃহস্পতিবার , তা শুক্রবার আবার হোঁচট খেয়েছে। তালিবানের তিন সদস্য বিশিষ্ট টিমটি সরকারের একটি শর্ত সম্পর্কে প্রশ্ন তুলেছে যেখানে বলা হয়েছে যে সকল আলোচনা পাকিস্তানের সংবিধানের আওতায় হতে হবে। আমাদের সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে করাচী থেকে সংবাদ বিশ্লেষক মাসকাওয়াথ আহসান বলছেন যে তালিবান পাকিস্তানের সংবিধান মানতে রাজি নয় , তারা কেবল তাদের নিজস্ব অঞ্চলে নয় , গোটা পাকিস্তানেই শারিয়া আইন চালু করতে চায়। অতএব এই আলোচনায় সাফল্যের আশা নেই ।

মাসকাওয়াথ আহসান আরও বলেন যে পাকিস্তানের প্রায় সব ক’টি বিরোধী দলই এই উগ্রবাদী সংগঠনের সঙ্গে সব রকমের আলোচনার বিরোধী । এমন কী ক্ষমতাসীন দল ও আলোচনার ব্যাপারে আগ্রহী নয় । কিন্তু প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফ এবং তাঁর পক্ষের মুষ্টিমেয় লোক এই আলোচনায় আগ্রহী। তিনি আরও বলেন যে ইমরান খান পাকিস্তানে রাজনৈতিক গুরুত্ব পাওয়ার জন্যে তালিবানের শারিয়া আইনকে সমর্থন করছেন ।


please wait

No media source currently available

0:00 0:04:21 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG