অ্যাকসেসিবিলিটি লিংক

রিপাবলিকান ডেমক্র্যাটদের মধ্যে পররাষ্ট্রনীতির পার্থক্য তেমন নেই : মেহনাজ মোনেন


যুক্তরাস্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে বিতর্ক সিরিজে , আগামি রোববার বিতর্কে অংশ নেবেন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং ঐ পদে তাঁর প্রতিদ্বন্দ্বি রিপাবলিকান দলের পল রায়ান । আসন্ন এই বিতর্ক এবং সামগ্রিক ভাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি নিয়ে ডেমক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে মতপার্থক্য সম্পর্কে , টেক্সাসের A & M International University ‘র Public Affairs & Social Research বিভাগের সহযোগি অধ্যাপক ড মেহনাজ মোমেন ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক সাক্ষাৎকারে বলছিলেন যে বাইডেনকে আসন্ন বিতর্কে অনেক খানি চাপ নিতে হবে।

তবে তিনি মনে করেন যে জো বাইডেন বিতর্কে ভালই করবেন। রিপাবলিকান ও ডেমক্র্যাটদের মধ্যে পররাষ্ট্র নীতি বিষয়ে খুব বড় রকমের দ্বিমত আছে বলে তিনি মনে করেন না। কেবল কৌশলগত বিষয়টি আলাদা।


please wait

No media source currently available

0:00 0:04:50 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG