অ্যাকসেসিবিলিটি লিংক

“আমাদের গ্রাম” ক্যান্সার পরিষেবা প্রকল্প সম্বন্ধে: পরিচালক রেজা সেলিম


বাংলাদেশের বাগেরহাটে আমাদের গ্রাম কর্মসূচীর অধীনে Cancer Care Program পরিচালিত হচ্ছে। এই কর্মসূচীতে বিশেষত মেয়েদের স্তন ক্যান্সার নির্ণয় ও নিরাময় নিয়ে ব্যাপক কাজ করা হচ্ছে দেশী ও বিদেশী বিশেষজ্ঞদের সহায়তায়। সম্প্রতি যুক্তরাষ্ট্রে এসছিলেন Cancer Care Program এর পরিচালক ও সমন্বয়ক রেজা সেলিম। ভয়েস অফ আমেরিকাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে সেলিম রেজা এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন। তিনি বলেন যে প্রথমে তাঁরা বাগেরহাটের এক শ টি গ্রামে মহিলাদের মধ্যে জরিপ পরিচালনা করে দেখার চেষ্টা করেন যে সেখানে স্তন ক্যান্সারে আক্রান্তদের সংখ্যা কত। তিনি বলেন যে যাদেরকে সনাক্ত করা হয়েছে , তাদেরকে তাঁরা পরামর্শ কেন্দ্রে যাবার জন্যে বলেন। এই কেন্দ্রে আসার জন্যে তাদেরকে সহায়তা প্রদান করা হয় এবং পরিবারের সম্মতি লাভের ও চেষ্টা করা হয়।

রেজা সেলিম বলেন যে স্তনে টিউমার মানেই ক্যান্সার নয়। কিন্তু যাদের ক্যান্সার নির্নীত হয় , তাদের বিশেষ চিকিৎসার ব্যবস্থা করা হয় । কেবল দেশী নন, বিদেশি বিশেষজ্ঞদের কাছ থেকেও তাঁরা এ ব্যাপারে সহায়তা পেয়ে থাকেন। তিনি উ্ল্লেখ করেন যে তাঁদের কাছে স্তন ক্যান্সার নির্ণয়ের আধূনিক চিকিৎসা সামগ্রী রয়েছে। রেজা সেলিম এই প্রকল্পে দেশের ভেতর যেমন , তেমনি অভিবাসীদের কাছ থেকে ও সহায়তা কামনা করেন। শুনুন বিস্তারিত সাক্ষাৎকারটি

please wait

No media source currently available

0:00 0:05:04 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG