অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমার নেত্রীর ওয়াশিংটন সফরের বিশ্লেষণ করলেন ড সাঈদ ইফতেখার আহমেদ


সম্প্রতি মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী , আওন সান সূচি, যিনি কার্যত দেশটির নের্তৃত্ব দিচ্ছেন , ওয়াশিংটনে এক সরকারী সফরে এসেছিলেন।হোয়াইট হাউজে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠক হয়েছে , কংগ্রেসের শীর্ষ নেতাদের সঙ্গে ও কথা বলেছেন। সে সব বিষয় নিয়ে American Public University System এর Security & Global Relations বিষয়ে Adjunct Faculty ড. সাঈদ ইফতিখার আহমেদ আটলান্টা থেকে টেলিফোনে কথা বলেছেন ভয়েস অফ আমেরিকার আনিস আহমেদের সঙ্গে।

তিনি বলেন যে আওন সান সূচির এই সফর ছিল গুরুত্বপূর্ণ কারণ বেশ কিছু নিষেধাজ্ঞা যা এখন ও বলবৎ রয়েছে তা প্রত্যাহারের প্রতিশ্রুতি পেয়েছেন সূ চি। তবে এ নিয়ে কংগ্রেস সদগস্যদের মধ্যে দ্বিমতের কারণ ও বিশ্লেষণ করেছেন ড. আহমেদ। তিনি বলেন এখন ও মিয়েনমারে পুরোপুরি গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি , সামরিক বাহিনী এখন ও সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সে ক্ষেত্রে আওন সান সূচি যে নিষেধাজ্ঞা প্রত্যাহার করাতে চাইছেন তাতে নোবেল পুরস্কার প্রাপ্ত এই নেত্রীর কিছুটা আপোসকামিতার ও পরিচয় পাওয়া যায় । সম্ভবত সামরিক বাহিনীর চাপের কারণে তিনি বহুল আলোচিত রোহিঙ্গা সমস্যা এবং মানবাধিকার বিষয়ে অন্যান্য দিকে নজর দিচ্ছেন না। শুনুন সাক্ষাৎকারটি।

please wait

No media source currently available

0:00 0:03:32 0:00

XS
SM
MD
LG