অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের সদ্য প্রস্তাবিত বাজেট সম্পর্কে ড সেলিম জাহানের বিশ্লেষণ


বৃহস্পতিবার বাংলাদেশের জাতীয় সংসদে অর্থমন্ত্রী এ .এম এ মুহিত ২০১৬ -১৭ সালের বাজেট প্রস্তাব পেশ করেছেন আজ ও বাজেট সম্পর্কে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা অব্যাহত আছে। কেউ কেউ এই বাজেটে দেখেছেন আশার আলো , দেখেছেন উন্নয়নের আরও নিশ্চিত প্রতিশ্রুতি আবার কেউ কেউ বলছেন এই বিশাল বাজেট বাস্তবায়ন সম্ভব নয় । কেউ বলছেন বাজেট আদৌ উচ্চাভিলাষী নয় , আবার কেউ কেউ বলছেন বাজেটের বিশাল ঘাটতি পুরণ সম্ভব নয়। এই সব পরস্পরবিরোধী মন্তব্যের আলোকে বাংলাদেশের বাজেটের বিভিন্ন দিক নিয়ে নিউ ইয়র্কে , জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির , মানব উন্নয়ন প্রতিবেদন বিভাগের পরিচালক , বিশিষ্ট অর্থনৈতিক বিশ্লেষক ড সেলিম জাহানের সঙ্গে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে টেলিফোনে আলাপ করেছেন আনিস আহমেদ :

please wait

No media source currently available

0:00 0:05:19 0:00

XS
SM
MD
LG