অ্যাকসেসিবিলিটি লিংক

চীন-যুক্তরাষ্ট্র আলোচ্য বিষয় নিয়ে ড সেলিম জাহানের আলোকপাত


চীনের প্রেসিডেন্ট ঝি জিনপিংকে হোয়াইট হাউজে ২১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাগত জানানো হয়। আজ আরও পরের দিকে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠক করছেন চীনা প্রেসিডেন্ট । এই বৈঠকে সম্ভাব্য আলোচ্য বিষয়ের প্রতি আলোকপাত করেছেন নিউ ইয়র্ক থেকে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচীর মানব উন্নয়ন রিপোর্ট দপ্তরের পরিচালক এবং বিশিষ্ট অর্থনীতিবিদ ড সেলিম জাহান। ড সেলিম জাহান বলেন যে ওবামা –ঝী বৈঠকে যে সব বিষয় আলোচনায় উঠে আসবে সে গুলোর মধ্যে রয়েছে সাইবার নিরাপত্তাসহ নিরাপত্তা জনিত বিষয় , অর্থনৈতিক ও জলবায়ু ।

অর্থনীতি প্রসঙ্গে ড সেলিম জাহান বলেন যে বর্তমান বিশ্ব অর্থনীতিতে চীনের একটা বিরাট ভূমিকা আছে কারণ প্রবৃদ্ধির কেন্দ্র এখন আর উন্নত দেশে নেই , এখন সেটা মূলত চীনে এবং ভারতে এবং অন্যান্য উন্নয়নশীল দেশে চলে গেছে। তিনি স্মরণ করিয়ে দেন যে বিশ্বের সামগ্রিক আয়ে এখন উন্নয়নশীল দেশগুলোর ভাগ ৫৩ শতাংশ । বিশ্বে চীনের অর্থনৈতিক সম্প্রসারণের বিষয়টিও তিনি তুলে ধরেন। বিশেষত আফ্রিকার দেশগুলোতে কেবল চীনা বিনিয়োগ নয় , চীনের শ্রম ও যে ভাবে সক্রিয় তাতে বিভিন্ন দেশের ওপর চীনের প্রভাব লক্ষনীয়। সম্প্রতি চীনা অর্থপত্রের ওঠা নামা বিশ্ব শেয়ার বাজারে যে প্রভাব রেখেছিল সে প্রসঙ্গটিও স্মরণ করিয়ে দেন। জলবায়ু ও সাইবার অপরাধ সম্পর্কে ও ড সেলিম জাহান তাঁর সাক্ষাৎকারে বিস্তারিত মন্তব্য রাখেন ।

please wait

No media source currently available

0:00 0:05:47 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG