অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্ব মানবতা দিবসের তাৎপর্য ও প্রাসঙ্গিক বিষয় তুলে ধরলেন ড সেলিম জাহান


আজ ১৯শে আগস্ট জাতিসংঘ ঘোষিত বিশ্ব মানবতা দিবস পালন করা হচ্ছে। এবারের থিম হচ্ছে অভিন্ন মানবতা . One Humanity . বিভাজিত ও বিভ্রান্ত এ বিশ্বে মানবতা বোধের অবস্থান নিয়েই নিউ ইয়র্কে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচীর মানব-উন্নয়ন প্রতিবেদনের পরিচালক ড সেলিম জাহানের সঙ্গে কথা বলছিলেন ওয়াশিংটন থেকে ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের আনিস আহমেদ।

জাতিসংঘের মহাসচিব বান কী মুন মানুষের দুঃখ দুর্দশা দূর করার ব্যাপারে উদ্যোগি এবং সক্রিয় হবার প্রয়োজনীয়তার উপর যে গুরুত্ব আরোপ করেছেন ড সেলিম জাহান তার তাৎপর্য তুলে ধরেন।

মানবিক ত্রাণ কর্মীরা সাহায্য কাজে এগিয়ে যাবার সময়ে যে ঝুঁকির সম্মুখীন হচ্ছে সেই বিষয়টিও উল্লেখ করেন এবং বলেন যে এদের নিরাপত্তা বিধান করার প্রধান দায়িত্ব হচ্ছে সংশ্লিষ্ট দেশ বা পক্ষের । সে ক্ষেত্রে তারা প্রয়োজনবোধে জাতিসংঘ বা আন্তর্জাতিক সংগঠনের সহায়তা চাইএত পারে। ড সেলিম জাহান বর্তমানে মানুষে মানুষে যে দ্বন্দ্ব সংঘাত চলছে এর কারণ এবং এ থেকে উত্তরণের উপায় নিয়েও আলোচনা করেন। তিনি মানব সম্পদ উন্নয়নের কয়েকটি প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন।

please wait

No media source currently available

0:00 0:06:04 0:00

XS
SM
MD
LG