অ্যাকসেসিবিলিটি লিংক

স্বাস্থ্য বৈষম্য রোগ নিরাময়ের ক্ষেত্রে অন্যতম এক সমস্যা : ডঃ সেজান মাহমুদ


সম্প্রতি ওয়াশিংটনে আমাদের স্টুডিওতে এসছিলেন , ফ্লোরিডা স্টেট ইউনিভাসিটির Clinical Research Faculty ও ফ্লোরিডার A & M University 'তে জনস্বাস্ত্য বিষযক অধ্যাপক এবং Science Fiction লেখক ড সেজান মাহমুদ। তিনি ইবোলা এবং স্তন ক্যান্সার রোগীদের চিকিৎসা বৈষম্য এবং বিশেষত ইবোলা সংক্রমণের ঝুঁকি সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন। তিনি সম্প্রতি ওয়াশিংটন ডিসি তে এসেছিলেন National Institute of Health ' এ তাঁর দুটি স্বাস্থ্য বিষয়ক প্রকল্পের অর্থায়নের এক বৈঠকে । তিনি বললেন যে তিনি স্বাস্থ্য সেবা ক্ষেত্রে বৈষম্যকে চিহ্নিত করেছেন । সেই বৈষম্য কখনও শ্রেণী ভিত্তিক , কখনও বর্ণ ভিত্তিক কখনও বা দেশ বা অঞ্চল ভিত্তিক। তিনি বিশেষত স্তনের ক্যান্সার এবং ইবোলা চিকিৎসা ও নিরাময় ক্ষেত্রে এ ধরণের স্বাস্থ্য বৈষম্যের বিষয়টি উল্লেখ করেন।
ড সেজান মাহমুদ কেবল একজন স্বাস্থ্য বিষয়ক একনিষ্ঠ গবেষক ও অধ্যাপক নন। তিনি সাহিত্য অনুরাগী এবং নিজে সক্রিয় ভাবে সাহিত্য চর্চা করছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং কল্পবিজ্ঞান বিষয়ে তাঁর বই আছে। চলচ্চিত্র নির্মাণ করে পুরস্কার পেয়েছেন , সামনেও চলচ্চিত্র বিষয়ে বড় রকমের পরিকল্পনা আছে তাঁর । বিজ্ঞানের সঙ্গে তাঁর জীবনে শিল্প ও সাহিত্যের এই সংযোগ ও সম্পৃক্তি সম্পর্কে ও তিনি এই সাক্ষাৎকারে বক্তব্য রাখেন।

ওয়াশিংটন স্টুডিও তে বসে তাঁর সঙ্গে কথা বলেছেন , আনিস আহমেদ

please wait

No media source currently available

0:00 0:05:51 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG