অ্যাকসেসিবিলিটি লিংক

দূর্বিসহ জীবনের কথা বললেন সৌরভ


মানব পাচারকারীদের হাত থেকে উদ্ধার পাওয়া চট্টগ্রামের শামসুল আলম সৌরভ ভয়েস অফ আমেরিকার আনিস আহমেদকে এক সাক্ষাৎকারে বললেন থাইল্যান্ডে , মালায়েশিয়ায় তাঁর দুর্দশার কথা।

তিনি বলেন যে স্বেচ্ছায় তিনি মালায়েশিয়া যাননি। তাকে কার্যত অপহরণ করে নিয়ে যাওয়া হয়। তার পর অপহরণকারীরা তাদেরকে বিভিন্ন পর্যায়ে অত্যাচার করেছে। বিশেষত জাহাজের লোকেরা তাদের উপরে উঠতে দেয়নি , তাদের মারধর করেছে , খাওয়া দেওয়া হয়নি একুশ দিন।

মালায়েশিয়ার জেলেও কেটেছে অত্যাচারের দিনগুলো। বাংলাদেশ দূতাবাসের হস্তক্ষেপে ,টাকা দিয়ে দেশে ফিরে গেছেন শামসূল আলম সৌরভ। চট্টগ্রামের বেসরকারী সংগঠন Young Power in Social Action ( YPSA) ‘র উদ্যোগে তিনি পুনর্বাসিত হয়েছেন।

please wait

No media source currently available

0:00 0:01:47 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG