অ্যাকসেসিবিলিটি লিংক

ফিরে আসা অসহায় মানুষের সামাজিক পুনর্বাসনের জন্য ইপসা : সিরাজুদ্দিন বেলাল


মানব পাচার বাংলাদেশের জন্যে একটা বড় সমস্যা হয়ে দাড়িয়েঁছে এবং সাম্প্রতিক সময়ে এ ব্যাপারে যে সব খবর পাওয়া যাচ্ছে নৌকাবন্দী মানুষের তাতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। চট্টগ্রামের একটি বেসরকারী সংগঠন Young Power in Social Action ( YPSA) দীর্ঘ দিন ধরে কাজ করছে স্বদেশে ফিরে আসা দেশান্তরী মানুষদের নিয়ে । যাঁরা মানব পাচারকারীদের কবলে পড়ে সর্বস্ব খুইয়েছেন , এমন লোকজনদের পুনর্বাসনের জন্যে এই সংগঠনটি USAID এবং Winrock International সঙ্গে যৌথ প্রচেষ্টায় কাজ করছে। তাদের এই কার্যক্রম এবং মানবপাচার প্রতিরোধ বিষয় নিয়ে YPSA’র প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ সিরাজুদ্দিন বেলাল কথা বলেছেন ভয়েস অফ আমেরিকার আনিস আহমেদের সঙ্গে ।

তিনি বলেন যে মানব পাচার থেকে যারা উদ্ধার হয়ে আসেন তাদের সামাজিক পূনর্বাসনের জন্যে বিস্তারিত কাজ করে যাচ্ছে YPSA’র । তিনি বলেন যে বিশেষ করে মানব প্রচার প্রতিরোধ এবং এ ব্যাপারে লোকজনকে সুরক্ষা করার মতো ব্যাপার নিয়ে তারা সক্রিয়্ । তিনি বলেন যে তৃণমুল পর্যায়ে মানুষকে সচেতন করতে তারা বিভিন্ন ধরনের তথ্য মেলা করছেন । লক্ষ্য হচ্ছে মানুষকে সচেতন করে তোলা এই মানব পাচারের বিরুদ্ধে। তিনি আরও বলেন যে ফিরে আসা এই মানুষগুলো যাতে সামাজিক ভাবে মূল্যায়িত হয় , সে জন্যে তাঁরা নানান রকম পেশাভিত্তিক প্রকল্প চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন যে মানব পাচারের এই প্রবণতা শুরু হয় রোহিঙ্গাদের কেন্দ্র করে। যে সব রোহিঙ্গা শরনার্থী শিবিরে বাস করছে না , তাদের মানব পাচারকারীরা লোভ দেখিয়ে বাইরে পাচার করা শুরু করে। ক্রমশই ব্যাপারটি ছড়িয়ে পড়ে বাংলাদেশের অন্যত্রও ।

please wait

No media source currently available

0:00 0:03:35 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG