অ্যাকসেসিবিলিটি লিংক

ঘানা, তাঞ্জানিয়া, ক্যাম্বোডিয়ায় কৃষিজমি ইজারা নিয়ে খাদ্য উত্পাদনের নীতি সরকার সমর্থন করছে:বাংলাদেশের খাদ্যমন্ত্রী


Sloane Stephens of the U.S. serves to Agnieszka Radwanska of Poland during the women's tennis match at day four of the Rogers Cup tennis tournament in Toronto, Canada.
Sloane Stephens of the U.S. serves to Agnieszka Radwanska of Poland during the women's tennis match at day four of the Rogers Cup tennis tournament in Toronto, Canada.

সারা বিশ্বজুড়েই জনসংখ্যা বাড়ছে , বাড়ছে খাদ্য উত্পাদনও – তবে সেই একই সঙ্গে বাড়ছে খাদ্য সংকটও – প্রকট হচ্ছে খাদ্য মূল্যবৃদ্ধি সমস্যা। বলা হচ্ছে – উত্পাদন বাড়ানোই কেবল যথেস্ট নয় – খাদ্য সংরক্ষন ব্যবস্থা –সরবরাহ প্রক্রিয়া আরো আধুনিক সুষম করতে হবে, এ লক্ষ্যে বাংলাদেশ ব্যবস্থা নিচ্ছে। খাদ্য সমস্যার মোকাবেলায় বিশ্বের বিভিন্ন দেশ খাদ্যাভ্যাস পরিবর্তনের পরামর্শ দিচ্ছে , বাধ হয়ে মানুষ নিজেরাও খাদ্যভ্যাস পাল্টাচ্ছে – আমিষ উত্পাদন , শাক সবজির ফলন বাড়ানো হচ্ছে – এ লক্ষ্যে বাংলাদেশে বেসরকারি পর্যায়ে যথেস্ট অগ্রগতি হয়েছে , সরকারি স্তরেও সঙ্গে সঙ্গে ব্যবস্থাদি জোরদার করা হচ্ছে । বাংলাদেশের দু’টি কোম্পানী উগান্ডা ও তাঞ্জানিয়ায় ৪০ হাজার হেক্টর জমি লিয নিয়েছে , আরো ১০ হাজার হেক্টর জমির জন্যে আরেক কোম্পানীর তরফে তত্পরতা চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনৈক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর ইন্টারনেটেও প্রকাশ হয়েছে – বলা হচ্ছে ওখানে উত্পাদিত কৃষি সামগ্রী বাংলাদেশে নেওয়া হবে এবং খাদ্য নিরাপত্তা বৃদ্ধিই এ উদ্যোগের লক্ষ্য বলে বাংলাদেশ সরকার এ ব্যবস্থার প্রতি সমর্থন দানের নীতি অবলম্বন ক’রছে – জানালেন বাংলাদেশের খাদ্যও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক ভয়েস অফ এ্যামেরিকার বাংলা বিভাগের সঙ্গে এক সাক্ষাত্কারে ।

XS
SM
MD
LG