অ্যাকসেসিবিলিটি লিংক

আইওসি রাশিয়ার সকল প্রতিযোগীকে রিও অলিম্পিক্স থেকে ঢালাওভাবে বাদ দেবে না


FILE - International Olympic Committee (IOC) President Thomas Bach speaks at the World Olympians Forum in Moscow, Russia.
FILE - International Olympic Committee (IOC) President Thomas Bach speaks at the World Olympians Forum in Moscow, Russia.

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসি, আগামী মাসে রিও অলিম্পিক্সে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শক্তিবর্ধন মাদক ব্যবহারের কারণে, রাশিয়ার সব টিমের উপর নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে।

রবিবার আইওসির প্রেসিডেন্ট টমাস বখ বলেছেন, কমিটি, সব প্রতিযোগীকে ঢালাওভাবে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়নি কারণ তারা রুশ প্রতিযোগী যারা মাদক ব্যবহার করেনি তাদের অধিকার রক্ষা করতে চেয়েছেন।

ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি (ওয়াডা) রিও অলিম্পিক থেকে দেশটির সব প্রতিযোগীর অংশগ্রহণে নিষেধাজ্ঞা আরোপের পরামর্শ দিয়েছিল।

XS
SM
MD
LG