অ্যাকসেসিবিলিটি লিংক

আয়োয়া ককাসে রেপাবলিকান পক্ষে টেড ক্রুয ট্রাম্পকে হারিয়েছেন- ডেমোক্রাট মনোনয়ন প্রত্যাশী হিলারী ও বার্নী স্যান্ডার্সের অবস্থান সমান সমান


যুক্তরাষ্ট্রের কৃষি প্রধান রাজ্য আয়োয়ায়, দু’ হাজার ষোলোর আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের দলিয় মনোনয়ন পর্বের প্রাথমিক ভোটাভুটিতে গতকাল সোমবার রাতে রেপাবলিকান দলের মনোনয়ন প্রতিদ্বন্দীতায় টেক্সাসের সেনেট বিধায়ক টেড ক্রুয, পরাজিত করেছেন কোটিপতি রিয়েল এস্টেট ব্যবসাপতি ডনাল্ড ট্রাম্পকে। অপরদিকে, ডেমোক্র্যাটিক পার্টীর মনোনয়ন প্রার্থী সাবেক পররাষ্ট্র মন্ত্রী হিলারী ক্লিনটন ও ভারমন্টের সেনেট বিধায়ক বার্নী স্যান্ডার্সের মধ্যেকার ভোট-লড়াই জোরালো প্রতিদ্বন্দীতার মধ্যে দিয়ে শেষ হয়েছে, যাতে কেউই নিরংকূশ ব্যবধান অর্জন করতে পারেননি।

আয়োয়ার ককাস প্রতিদ্বন্দীতায় ট্যাক্সাসের রক্ষণশীল রেপাবলিকান সংসদ বিধায়ক টেড ক্রুয পেয়েছেন ২৮ শতাংশ ভোটের সমর্থন- যা কিনা জাতীয় ভিত্তিতে, রেপাবলিকান মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে,সমীক্ষার ফলাফলে নির্নিত অগ্রগন্য প্রার্থী ডনাল্ড ট্রাম্পের চেয়ে সাড়ে তিন শতাংশ বেশি।

অপর দিকে ডেমোক্র্যাটিক পার্টীর মনোনয়ন প্রত্যাশীদের ভেতর, কাউকেই নিটোল বিজয়ী রুপে চিহ্নিত করা যায়নি। ৯৪ শতাংশ ভোটের গননায়, ক্লিনটনকে মাত্রই দু’ দশমাংশ ভোট-সমর্থনে এগিয়ে থাকতে দেখা গিয়েছে।

XS
SM
MD
LG