অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকী প্রধানমন্ত্রী ফালুজার বাসিন্দাদের আল কায়দা সংশ্লিষ্ট চরমপন্থীদের বহিষ্কার করার আবেদন জানিয়েছেন


ইরাকের প্রধানমন্ত্রী, অবরুদ্ধ ফালুজা শহরের বাসিন্দাদের আল কায়দা সংশ্লিষ্ট চরমপন্থীদের বহিষ্কার করার আবেদন জানিয়েছেন যাতে সামরিক অভিযান এড়ানো যায়। কর্মকর্তারা বলেছেন কয়েকদিনের মধ্যেই তারা আক্রমন অভিযানের পরিকল্পনা করেছেন।

রাষ্ট্রীয় টেলিভিশনে নুরি আল মালিকীর বার্তা প্রচার করা হয়। ওদিকে অভিযানের আশংকায়, সোমবার ওই শহর ছেড়ে বহু পরিবার পালিয়ে যাচ্ছে।

ইরাকী সরকারি সেনারা ফালুজা ঘীরে রেখেছে। শহরটি পশ্চিমের সুন্নি প্রধান আনবার প্রদেশে অবস্থিত। গত সপ্তাহে আল কায়দা যোদ্ধারা প্রাদেশিক রাজধানী রামাদীর অধিকাংশ এলাকা সহ ফালুজা দখল করে।

মি মালিকী হচ্ছেন শিয়া এবং তার সরকারের প্রতি সুন্নি প্রধান ফালুজায় খুব কম সমর্থন রয়েছে। মি মালিকী আরও বলেছেন তিনি নিরাপত্তা বাহিনীকে আবাসিক এলাকায় হামলা না চালানোর নির্দেশ দিয়েছেন।
XS
SM
MD
LG