অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র ও ইরানের নাগরিকত্ব থাকা এক ব্যাবসায়ী তেহারানে আটক


যুক্তরাষ্ট্র ও ইরান এই দুই দেশের নাগরিকত্ব থাকা এ ব্যাবসায়ী ২ সপ্তাহ আগে আত্মীয়দের দেখতে তেহারান গেলে তাকে আটক করে ইরানী কর্তৃপক্ষ।

সিয়ামক নামাজী নামক ঐ ব্যাক্তি দুবাই ভিত্তিক ক্রিসেন্ট পেট্রোলিয়াম কোম্পানীর ষ্ট্র্যাটেজিক প্ল্যানিং বিভাগের প্রধান। ওয়াল ষ্ট্রিট জার্নালের খবরে বলা হয় নামাজীকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা খামেনীর সরাসরি নিয়ন্ত্রনে থাকা বাহিনী রেভোল্যুশনারী গার্ড গ্রেফতার করে। ১৮ই অক্টোবর ইরানে পারমানবিক চুক্তি কার্যকর শুরু হওয়ার একদিন পর তাকে গ্রেফতার করা হয়।

যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র মন্ত্রোনালয় ঐ গ্রেফতারেরর বিষয়টি নিশ্চিত করেছে। মন্ত্রনালয়ের বিবৃতিতে বলা হয় ইরানে যুক্তরাষ্ট্রের নাগরিক গ্রেফতারেরর বিষয়টি পররাষ্ট্রমন্ত্রী জন কেরী বৃহস্পতিবার ইরানী পররাষ্ট্রমন্ত্রী জাভাব জারিফের সঙ্গে বৈঠকের সময় তুলেছেন।

নামাজীকে নিয়ে তেহরানে চতুর্থ কোনো যুক্তরাষ্ট্রের নাগরিককে গ্রেফতার করা হলো। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রনালয় তাদেরেকে মুক্তি দেয়ার দাবী জানিয়েছে ইরানী কতৃপক্ষের কাছে।

XS
SM
MD
LG