অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানের বিরুদ্ধে আরোপিত নতুন নিষেধাজ্ঞাকে ইরান অবৈধ বলে উল্লেখ করে


Iranian President Hassan Rouhani speaks at a news conference in Tehran, Iran, Jan. 17, 2016. On Monday, Iran's Foreign Ministry called new U.S. sanctions targeting the country's ballistic missile program illegitimate.
Iranian President Hassan Rouhani speaks at a news conference in Tehran, Iran, Jan. 17, 2016. On Monday, Iran's Foreign Ministry called new U.S. sanctions targeting the country's ballistic missile program illegitimate.

ইরানের ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র লক্ষ্য করে যুক্তরাষ্ট্র সে দেশের বিরুদ্ধে যে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রনালয় তাকে অবৈধ বলে উল্লেখ করে।

পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র হোসেন জাবের আনসারি সোমবার বলেছেন যে ইরান, এর জবাবে, তাদের বৈধ ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র কার্যক্রম আরও জোরদার করবে এবং তাদের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করবে।

গত বছর ইরান যখন তাদের দুটি ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র পরীক্ষা করে তখন যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমী দেশগুলো তার তীব্র সমালোচনা করে। ওই ক্ষেপনাস্ত্র পরীক্ষা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করে।

প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, তার সরকার ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচীর বিরুদ্ধে শক্ত নিষেধাজ্ঞা জারি করবে। তিনি বলেন, ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা, আন্তর্জাতিক দায়বদ্ধতার লঙ্ঘন ছিল এবং এর ফলে যুক্তরাষ্ট্র, ইরান এবং দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচী সামনে এগিয়ে নিতে কাজ করা প্রতিষ্ঠান গুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। এবং আমরা এ বিষয়ে সতর্ক থাকছি।

XS
SM
MD
LG