অ্যাকসেসিবিলিটি লিংক

বৃটেন, ইরানে তার দূতাবাস আবার নতুন করে খোলার কথা চিন্তা করছে


বৃটেন, ইরানে তার দূতাবাস আবার নতুন করে খোলার কথা চিন্তা করছে,বৃটেনের তরফের বিধিনিষেধের কারণে ক্ষুদ্ধ প্রতিবাদ বিক্ষোভকারিরা তেহরানের দূতবাসে চড়াও হয়ে ভাংচুর করার আড়াই বছর বাদে।
পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেইগ বলেছেন,মঙ্গলবার পার্লামেন্টে পেশ করা এক লিখিত বক্তব্যে-বাস্তব কিছু বিষয়ের ফয়সলার প্রয়োজন রয়েছে- তবে,অবস্থাগতিকে এখন দূতাবাস আবার খোলাই বাঞ্ছনীয়।
তিনি বলেন-ব্যবস্থাদি সম্পন্ন হয়ে গেলে পর অল্প পরিসরের উপস্থিতি নিয়ে দূতাবাস খোলা হবে।
২ হাজার ১১ সালের শেষভাগে বৃটেন তার দূতাবাস বন্ধ করে দিয়েছিলো এবং লন্ডনের ইরানী দূতাবাস থেকে ইরানের কূটনীতিকদেরকে বের করে দিয়েছিলো।
পরে অবশ্য দু’ দেশ আবার তাদের কূটনৈতিক সম্পর্ক পুন:স্থাপন করে এবং কনস্যুলার সুবিধাদি প্রদানের লক্ষ নিয়ে ফেব্রূয়ারিতে আংশিকভাবে দূতাবাস আবার খুলেছিলো।
XS
SM
MD
LG