অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকের আশ্রাফ শিবিরে ভিন্নমতাবলম্বী দলের সদস্যরা নিহত


ইরানের এক ভিন্নমতাবলম্বী দল এবং ইরাকের কর্তৃপক্ষ বলছে, সংঘর্ষ ও বিস্ফোরণে একটি বিতর্কিত শিবিরে দলটির কয়েকজন সদস্য মারা গেছে। বাগদাদের উত্তর-পূর্বে অবস্থিত ঐ শিবিরে ১০০ জন ভিন্নমতাবলম্বী বাস করছিলেন। তাঁরা ইরানের ধর্মীয় শাসনের বিরোধিতা করে।
রোববারের ঐ ঘটনা সম্পর্কে, মুজাহিদিন-ই-খালক বা এমইকে এবং ইরাকী সরকার ভিন্ন বর্ণনা দিয়েছে।
এমইকে বলছে, ইরাকী নিরাপত্তা বাহিনীর এই হামলায় আশ্রাফ শিবিরে অন্তত ৪৪ জন মারা গেছে।
ইরাকের কর্তৃপক্ষ বলছে, নিজেদের মধ্যে সংঘর্ষে এলাকাবাসী্রা মারা গেছে। তাঁরা ইরাকী বাহিনীর সম্পৃক্ততা অস্বীকার করেছে। কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, রকেট ছাউনিতে আঘাত করলে, শিবিরের অধিবাসীরা বেরিয়ে এসে একটি ইরাকী বাহিনীকে হামলা করে।
ইরাকের কর্তৃপক্ষ বলছে, তাঁরা এখনও হতাহতের সংখ্যা নির্ধারণ করতে চেষ্টা করছে।
XS
SM
MD
LG