অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানে নির্বাচনে প্রস্তুতি: সমস্যা সংকুল অর্থনীতি


বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস জানাচ্ছে, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের আগে সেখানকার জনগণের প্রধান উদ্বেগ হচ্ছে সে দেশের দুর্বল অর্থনীতি। তারা প্রতিদিনই মুদ্রাস্ফীতির ব্যাপারে উদ্বিগ্ন যা জাতীয় মুদ্রাকে দুর্বল করে এবং করোনাভাইরাসের কারণে সেখানকার বেকারত্বের হারও অনেক বেড়ে গেছে।

যুক্তরাষ্ট্র এক তরফা ভাবে ইরানের পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসার পর সেখানকার অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটেছে। অপেক্ষাকৃত মধ্যপন্থী প্রেসিডেন্ট হাসান রুহানির পর যিনি্‌ই প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করুন না কেন তাঁকে ইরানের প্রধানত রাষ্ট্রীয়-নিয়ন্ত্রিত অর্থনীতির সংস্কার সাধনের চেষ্টা চালাতে হবে। অর্থনীতিকে ব্যক্তি মালিকানায় আনার প্রচেষ্টায় অনেকে আবার দূর্নীতির কারণে তাদের সারাজীবনের সঞ্চয় হারিয়েছে এবং দেশজুড়ে ক্ষুব্ধ প্রতিবাদ হয়েছে।

XS
SM
MD
LG