অ্যাকসেসিবিলিটি লিংক

ইরান চারজন ইরানি আমেরিকানকে মুক্তি দিয়েছে


ইরান আজ শনিবার জানিয়েছে যে বন্দী বিনিময়ের অংশ হিসেবে তারা চার জন ইরানি- আমেরিকানকে মুক্তি দিচ্ছে । ইরানের সংবাদ মাধ্যমের খবরে প্রকাশ যে এদের মধ্যে ওয়াশিংটন পোস্টের কারাবন্দী সংবাদদাতা জেসন রেজাইয়ান ও রয়েছে।

ইরান যে চারজন বন্দীকে মুক্ত করছে , তাৎক্ষনিক ভাবে তাদের পরিচিতি জানানো হয়নি তবে তেহরানের সরকারী কৌসুলী আব্বাস জাফারী দৌলাতাবাদী বলেন যে সেখানকার সর্বোচ্চ জাতীয় সুরক্ষা পরিষদের নির্দেশ অনুযায়ী এদের মুক্তি দেওয়া হচ্ছে । ওয়াশিংটন পোস্টের তেহরান বিউরো প্রধান রেজাইয়ান যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বৈত নাগরিক । তাকে ৫০০ দিনের ও বেশী সময় ধরে কারারুদ্ধ করে রাখা হয়েছে এবং গত বছর এক রুদ্ধ-দ্বার বিচারে তাকে গুপ্তচর বৃত্তির দায়ে দোষী সাব্যস্ত করা হয়।

মনে করা হচ্ছে আরও তিনজন আমেরিকান ইরানের হাতে বন্দি রয়েছেন যাদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের একজন সাবেক মেরিন আমির হেকমাতী , খ্রীষ্টান ধর্ম যাজক সাইদ আবেদিনি এবং সাবেক এফ বি আই কর্মী রবার্ট লেভিনসন।

XS
SM
MD
LG