অ্যাকসেসিবিলিটি লিংক

জেনিভায় দ্বিতীয় দিনের মত ইরানের পারমাণবিক কর্মসূচী নিয়ে আলোচনা চলছে


ওয়াশিংটন এবং তেহরানের কুটনীতিকবৃন্দ সোমবার দ্বিতীয় দিনের মত ইরানের পারমাণবিক কর্মসূচী বিষয়ে আলোচনায় বসেন। ওদিকে মার্চের ভেতর একটি অন্তর্বর্তী চুক্তি সম্পাদনের সময়সীমা ঘনিয়ে আসছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রি মোহাম্মেদ জাভাদ যারিফ জেনিভা হোটেলে ঐ আলোচনায় বসেন। কর্মকর্তারা বলছেন, এখনও সমঝোতায় পৌঁছোনোর ব্যাপারে কাজ বাকি রয়েছে।

ইরান এবং ৬ বিশ্ব শক্তির মধ্যে এই আলোচনায় কেন্দ্রে রয়েছে, ইরান কতটা ইউরেনিয়াম আহরণ করতে পারবে, কটি সেন্ত্রিফিউজ চালাতে পারবে এবং কত দ্রুত ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে...এই ধরনের বিষয়গুলো।

জেনিভার এই বৈঠকে আরো যোগ দিচ্ছেন, ইরানের পারমাণবিক প্রধান আলি-আকবর-সালেহি এবং যুক্তরাষ্ট্রের জ্বালানী মন্ত্রী আর্নেস্ট মনিজ।

ওদিকে তেহরানে, ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি বলেছেন, এই পদক্ষেপ বৈষম্যমূলক, কারণ, এই পৃথিবীতে যে ৯টি দেশের পারমাণবিক শক্তি রয়েছে বা রয়েছে বলে বিশ্বাস করা হয়, তারা ইরানকে তাদের দলে যোগ দিতে দিচ্ছে না।

XS
SM
MD
LG