অ্যাকসেসিবিলিটি লিংক

ইরান পারমানবিক আলোচনায় অগ্রগতি হয়েছে


ইরানের পারমানবিক আলোচনা দুটি গুরুত্বপূর্ণ পর্যায়ে অগ্রগতি সাধন করেছে। ওদিকে ৬টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ভিয়েনায় বৈঠকে মিলিত হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। স্বআরোপিত ৭ইজুলাইয়ের চুড়ান্ত সময়সীমার আগে তারা ইরানের সঙ্গে একটা পারমানবিক চুক্তি অর্জনের জন্য চুড়ান্ত ভাবে চেষ্টা চালাবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরী এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফ আজ রবিবার বৈঠকে বসবেন। P5+1 নামে পরিচিত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ভিয়েনায় ফিরে যাচ্ছেন। সপ্তাহান্তে বিশেষজ্ঞদের টিম অবিরাম আলোচনা চালিয়ে গেছেন।

দুটি অত্যন্ত বিতর্কিত বিষয়ে বড় ধরনের মীমাংশা হয়েছে বলে খবর। একটা হচ্ছে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার হার, এবং এর আগে ইরানের পারমানবিক কাজে পারমানবিক অস্ত্র প্রযুক্তি অন্তর্ভুক্ত ছিল কিনা সে বিষয়ে তদন্ত।

ভয়েস অফ আমেরিকা বিভিন্ন সূত্রে জানতে পেরেছে নিশেধাজ্ঞার প্রশ্নে মোটামুটি একটা সিদ্ধান্তে পৌছুনো গেছে। অবশ্য কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন যে মন্ত্রীদের তা অনুমোদন করতে হবে।

XS
SM
MD
LG