অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানের পারমাণবিক কর্মসূচী


ইরান এবং ৬ বিশ্ব শক্তি, নভেম্বরে যে অন্তর্বর্তীকালীন পারমাণবিক চুক্তি হয়েছিল তা বাস্তবায়ন করতে রাজী হয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রনালয়ের কর্মকর্তারা রোববার পাকাপাকিভাবে জানিয়েছেন, জানুয়ারির ২০ তারিখ থেকে জেনিভা চুক্তি কার্যকর হবে।
ঐ চুক্তির আওতায় ইরান তার ইউরেনিয়াম আহরণ সীমিত করবে। পশ্চিম বলে আসছে, ইরান, পারমাণবিক বোমা তৈরির কাজে সেই ইউরেনিয়াম ব্যবহার করছে। এর বিনিময়ে, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন, আগামী ৬ মাসের মধ্যে ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল করবে।
ঐ সময়ের মধ্যে ৬ বিশ্ব শক্তি, বৃটেন, চীন, ফ্রান্স, জার্মানী, রাশিয়া ও যুক্তরাষ্ট্র একটি স্থায়ী চুক্তিতে আসা যায় কিনা সে নিয়ে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে।
XS
SM
MD
LG