অ্যাকসেসিবিলিটি লিংক

হ্যামন্ড: ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আগামী মার্চ মাসে শিথিল করা যেতে পারে


Iran's President Hassan Rouhani (R) welcomes British Foreign Secretary Philip Hammond at the start of their meeting in his office, in Tehran, Iran, Aug. 24, 2015.
Iran's President Hassan Rouhani (R) welcomes British Foreign Secretary Philip Hammond at the start of their meeting in his office, in Tehran, Iran, Aug. 24, 2015.

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড সোমবার বলেছেন যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিকে বিপর্যস্ত করেছে তা আগামী মার্চ মাসে শিথিল করা যেতে পারে। ইতোমধ্যে তেহেরান ও পশ্চিম বিশ্ব তাদের সম্পর্ক ভাল করবে এবং ইরানের পারমানবিক কার্যক্রম সীমিত করার চুক্তি কার্যকর হবে।

ব্রিটিশ শীর্ষ কূটনীতিক তেহেরান সফরের সময় বলেন তিনি আশা করছেন যে ইরান ও যুক্তরাষ্ট্র অক্টোবার মাসের মধ্যে ওই চুক্তি অনুসমর্থন করবে। তিনি বলেন ইরান যদি পারমানবিক কার্যক্রম সীমিত করার প্রতিশ্রুতি মানে তাহলে আগামী বসন্তে নিষেধাজ্ঞা তুলে নেওয়া যেতে পারে।

রবিবার লন্ডন ও তেহেরানে ব্রিটেন ও ইরান তাদের দূতাবাস পুনরায় খুলেছে। ইরানী প্রেসিডেন্ট হাসান রুহানী সোমবার বলেছেন শেষ অবধি বিশ্ব এই চুক্তিকে ইসলামিক প্রজাতন্ত্রের সঙ্গে আরও ভাল সম্পর্কের সূচনা বলে বিবেচনা করবে।

XS
SM
MD
LG