অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানের সঙ্গে পারমানবিক চুক্তিতে অগ্রগতি হয়েছে কিন্তু এখনও চুড়ান্ত মতৈক্য হয়নি


A meeting between U.S. officials, on the left, and Iranian officials, on the right, over the Iran nuclear program gets underway at the Beau Rivage Palace Hotel in Lausanne, Switzerland, March 29, 2015.
A meeting between U.S. officials, on the left, and Iranian officials, on the right, over the Iran nuclear program gets underway at the Beau Rivage Palace Hotel in Lausanne, Switzerland, March 29, 2015.

তেহেরানের পারমানবিক উন্নয়ন কার্যক্রম সীমিত করার ব্যাপারে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য ৫টি বিশ্বশক্তি, ইরানের সঙ্গে একটা মতৈক্যের দিকে এগিয়েছে কিন্তু এখনও চুড়ান্ত মতৈক্য হয়নি।

রবিবার Switzerlandএর লুসানে কূটনীতিকরা বৈঠক করেন। কূটনীতিকরা বলেছেন তাদের যে সংখ্যক পারমানবিক centrifuges আছে সেগুলো কমিয়ে ৬ হাজার করার বিষয়ে আগ্রহ দেখিয়েছে। এছাড়াও তাদের অধিকাংশ মজুত পরিশোধিত ইউরেনিয়াম রাশিয়ায় রাখার জন্য তাসেখানে পাঠাতে আগ্রহী।

ইরানের সঙ্গে যারা আলোচনা করছে, ব্রিটেন, চীন, ফ্রান্স, রাশিয়া, জার্মানি এবং যুক্তরাষ্ট্র, তারা এটা বিবেচনা করছে যে ইরান সীমিত ভাবে একটি ভূগর্ভস্ত কেন্দ্র যেটি Fordow নামে পরিচিত সেখানে পারমানবিক পরীক্ষা চালাতে পারবে কিনা। চিকিৎসা বিজ্ঞানের জন্য পরিচালিত পরীক্ষার উপর ঘনিষ্ট ভাবে নজর রাখা হবে।

XS
SM
MD
LG