অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘের নজরদারী সংস্থার পর্যবেক্ষকরা ইরানী ভারী জল উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন


ইরানী সংবাদ মাধ্যমে বলা হচ্ছে জাতিসংঘের নজরদারী সংস্থার পর্যবেক্ষকরা দু বছরে এই প্রথম একটি ইরানী ভারী জল উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন।

রিপোর্টে বলা হয় রবিবার আন্তর্জাতিক আনবিক শক্তি পরিদর্শকরা আরাক ভারী জল উৎপাদন কেন্দ্র পরিদর্শনে যান। রাজধানী তেহরানের ২৪৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে স্থাপনাটি অবস্থিত।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং জার্মানির সঙ্গে ইরান একটি অন্তর্বর্তী চুক্তিতে রাজী হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই পর্যবেক্ষকরা পরিদর্শনে গেলেন। ওই চুক্তির অধীনে ইরান তাদের পারমানবিক কার্যক্রমের কিছু অংশ সীমিত করবে এবং তার বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কিছুটা শিথিল করা হবে।


XS
SM
MD
LG