অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানের সঙ্গে পরমাণু বিষয়ক আলোচনা গতি সঞ্চার করেছে


সুইজারল্যান্ডের লস্যানে ইরানের পারমানবিক কর্মসূচী নিয়ে আলোচনায় আজ এক নতুন গতি সঞ্চার হয়েছে , ঠিক যখন এ ব্যাপারে প্রাথমিক চুক্তি সম্পাদনের সময়সীমা এগিয়ে আসছে। তারা ৩১শে মার্চের মধ্যে এক ধরণের সমঝোতায় পৌঁছুনোর চেষ্টা করছেন যার ওপর ভিত্তি করে জুনের শেষ নাগাদ একটি সামূহিক চুক্তি স্বাক্ষরিত হবে।

ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী জন কেরী এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফের সঙ্গে এই আলোচনায় যোগ দিয়েছেন।

উভয় পক্ষই বলেছেন যে আলোচনা দীর্ঘ এবং কঠিন।

কথিত P5+1 রাষ্ট্রের শীর্ষ কুটনীতিকরা চাইছেন এমন একটি চুক্তি যাতে ইরানের অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার বদলে ইরানের বিতর্কিত পারমানবিক কর্মসূচি থামানো যায়। দু পক্ষই চুক্তির বিস্তারিত দিকগুলোর ওপর আলোকপাত করছেন ।

আজ ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রী লরা ফ্যাবিউ বলেছেন এই চুক্তি ইরান কতটা মেনে চলছে সেটার সঠিক নজরদারীর ব্যাপারে একটা উদ্বেগ রয়ে গেছে।

XS
SM
MD
LG