অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানের সঙ্গে পারমানবিক কর্মসূচী নিয়ে নতুন প্রস্থের আলোচনায় নিটোল-নিখাদ অগ্রগতির আশা


য়ুরোপিয় য়ুনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধাণ ক্যাথারীন এ্যাশটান বলেছেন – ইরানের সঙ্গে বিতর্কিত পারমানবিক কর্মসূচী নিয়ে নতুন প্রস্থের আলোচনায় তিনি নিটোল-নিখাদ অগ্রগতি আশা করছেন ।
ইরান এবং য়ুরোপিয় য়ুনিয়নের কর্মকর্তারা মঙ্গলবার ঘোষনা করেছেন ২৬ ফেব্রূয়ারি কাযাকস্তানে বৈঠকে মিলিত হতে রাজি হয়েছেন তাঁরা । ইরান এবং তথাকথিত P-5 +1 সংযোগ গ্রুপ যা কিনা যুক্তরাষ্ট্র , ফ্রান্স , রাশিয়া , চূীন , বৃটেন এবং জার্মানির সংযুক্তির সমাহার – এরা , এর আগে বৈঠকে মিলিত হয়েছিলো জুন মাসে – কিন্তু কোনো পক্ষই দাবী দাওয়া নিয়ে একে অপরের সঙ্গে সহমত পোষন না করায় সে আলোচনা ভেঙ্গে গিয়েছিলো । যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা কিছু দেশের ধারনা , ইরান গোপনে পারমানবিক অস্ত্র বানানোর চেষ্টা করছে - কিন্তু ইরান বলে , তার পারমানবিক কর্মসূচির লক্ষ শান্তিপুর্ণ ।
XS
SM
MD
LG