অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানের পারমানবিক কর্মসূচী বিষয়ে চুক্তি কঠিন; তবে অসম্ভব নয়: টনি ব্লিংকেন


যুক্তরাস্ট্রের উপ পররাস্ট্রমন্ত্রী হিসাবে প্রেসিডেন্ট বারাক ওবামার মনোনীত, টনি ব্লিংকেন বলেছেন ইরানের পারমানবিক কর্মসূচী বিষয়ে চুক্তি হওয়ার ব্যাপারে সোমবারের বেধে দেয়া সময়সীমার আগেই একটি সমঝোতায় পৌঁছানো কঠিন; তবে অসম্ভব নয়।

বুধবার কংগ্রেশনাল শুনানীর সময় ডেপুটি ন্যাশনাল এ্যাডভাইজার ব্লিংকেন একথা বলেন। তিনি বলেন, ইরানের পারমানবিক কর্মসূচী যে সম্পূর্নভাবে শান্তিপূর্ন তা যুক্তরাষ্ট্র ও তার সহোযোগি রাষ্ট্রসমূহকে বোঝানোর দায়িত্ব এখন ইরানের। তিনি বলেন এখনো আমরা সেস্থানে পৌঁছাইনি।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্য দেশ এবং জার্মানীর সঙ্গে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচী বন্ধের ব্যপারের চুক্তির সময়সীমা সোমবার। এর বিনিময়ে ইরানের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা রয়েছে।

XS
SM
MD
LG