অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানের পারমানবিক আলোচনায় অংশগ্রহনকারিরা সর্বাত্মক ঐকমত্যে উপনীত হওয়ার চেষ্টা করছেন


Media crowd outside the venue for the Iran nuclear talks, the Palais Coburg hotel, Vienna, Austria, June 30, 2015.
Media crowd outside the venue for the Iran nuclear talks, the Palais Coburg hotel, Vienna, Austria, June 30, 2015.

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ যারিফ আজ মঙ্গলবার আবার ভিয়েনা ফিরে গিয়েছেন- যেখানে তিনি, ছয় বিশ্ব শক্তির সঙ্গে ইরানের পারমানবিক কর্মসূচী কেন্দ্রীক আলোচনায় আবার যোগ দিচ্ছেন।আলোচনায় অংশগ্রহনকারিরা এখন একটা সর্বাত্মক ঐকমত্যে উপনীত হওয়ার চেষ্টা করছেন।জাভাদ যারিফ রবিবার ইরান ফিরে গিয়েছিলেন,দেশে তাঁর সরকারের সঙ্গে আলোচনা-পরামর্শ করার জন্যে।এখন তিনি ইরানের পরমানূ বিভাগীয় প্রধান আলী আকবর সালেহি এবং প্রেসিডেন্ট হাসান রৌহানির ভাই ও তাঁর বিশেষ পরামর্শক হোসেইন ফেরীদুনকে সঙ্গে নিয়ে ভিয়েনা ফিরেছেন।

একটা ঐকমত্যে উপনীত হতে আলোচক-প্রতিনিধিরা নিজেরা নিজেরাই মঙ্গলবার অব্দি একটা সময় সীমা নির্ধারণ করে নিয়েছেন- তবে, দু’ তরফেই, কর্মকর্তারা বলছেন-আলোচনা, তা সে ঐ সময় সীমা ছাড়িয়ে যাবে,সেটাই তাঁদের মনে হচ্ছে।

XS
SM
MD
LG