অ্যাকসেসিবিলিটি লিংক

ডেমোক্র্যাট দলিয় সেনেটর রবার্ট মেনেনডেয বলেছেন ইরান রফার বিরুদ্ধে ভোট দেবেন তিনি-


যুক্তরাষ্ট্র কংগ্রেসের সেনেট সভার আরেক সুপরিচিত বিধায়ক বলেছেন- ইরানের সঙ্গে সম্পাদিক পারমানবিক রফার বিরুদ্ধে ভোট দেবেন তিনি। এখন এতে করে কংগ্রেসে ঐ রফা অনুমোদিত হওয়ার সম্ভবনা আরো বেশি করে অনিশ্চিত হয়ে গেলো।নিউ জার্সির রবার্ট মেনেনডেয মঙ্গলবার এক বক্তৃতায় বলেছেন-প্রেসিডেন্ট ওবামা যে বলছেন- এই রফা ইরানের পারমানবিক কর্মসূচী চিরতরে থামিয়ে দেবে, কথাটা ঠিক নয়।

ইসলামি প্রশাসন পারমানবিক অভিলাশ চরিতার্থ না করার ওয়াদা আগেও ভঙ্গ করেছে।

এর আগে,ডেমোক্র্যাট দলিয়দের ভেতর তিন নম্বর অবস্থানের শীর্ষ নেতা নিউ ইয়র্ক থেকে নির্বাচিত সেনেট বিধায়ক চাক শুমার বলেন- ঐ পারমানবিক রফার বিপক্ষে ভোট দেবেন তিনি।

ইতিমধ্যে, প্রেসিডেন্ট ওবামা প্রত্যয় ব্যক্ত করে বলেইছেন- কংগ্রেসের প্রতিনিধি পরিষদে-সেনেট সভায় আসছে মাসে পারমানবিক রফার বিরুদ্ধে ভোট পড়ে তো তিনি তাতে ভিটো দেবেন। কংগ্রেসে ঐ ভিটো রদ করাতে যথেষ্ট ভোট রয়েছে কিনা পরিস্কার নয়।

XS
SM
MD
LG