অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্বের ছয় শক্তি গোষ্ঠীর সঙ্গে সম্পন্ন পারমানবিক চুক্তি অনুমোদন পেয়েছে ইরান সংসদে


ইরান সংসদ আজ একটা বিল পাশ ক’রে বিশ্বের ছয় শক্তি গোষ্ঠীর সঙ্গে সম্পন্ন পারমানবিক চুক্তি অনুমোদন করিয়ে নিয়েছে।

রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা ইরনা পরিবেশিত খবরাখবরে বলা হয়েছে-সংসদে ১৬১ – ৫৯ ভোটে বিলটি পাশ হয়েছে- তেরো জন সাংসদ ভোটদানে বিরত: থেকেছেন।

এদিকে যুক্তরাষ্ট্র কংগ্রেসেও ঐ রফা পর্যালোচনার জন্যে নির্ধারিত মাসব্যাপী মেয়াদ পূর্ণ হয় মাসখানেক আগেই-ডেমোক্র্যাট দলিয়রা এখন ঐ রফার বিরুদ্ধে রেপাবলিকানদের ভোটদান প্রতিহত করার চেষ্টায় ব্যাপৃত রয়েছেন।ইরান এবং যুক্তরাষ্ট্র-বৃটেন-চীন-ফ্রান্স-রাশিয়া-ও জার্মানীর মধ্যে সম্পন্ন ঐ রফা চূড়ান্ত হয় জুলাই মাসে- দীর্ঘ আলোচনা-পর্যালোচনা-বিতর্কের পর- বেশ কয়েকবারই স্থিরিকৃত চূড়ান্ত সময় সীমা উত্তীর্ণ হবার পর।ঐ চুক্তি মোতাবেক ইরান তার পারমানবিক কর্মসূচী সিমিত মাত্রায় বেঁধে রাখবে- বিনিময়ে দেশটি সেইসব নিদারুন বিধিনিষেধ থেকে রেহাই পাবে যার কারনে অর্থনীতি তার দারুনভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলো।

XS
SM
MD
LG