অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেযাদ আসছে বছর, প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দীতা করবেন না


ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেযাদ বলেছেন- আসছে বছর, প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দীতা তিনি করবেন না – কেননা , দেশের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলী খামেইনী তাঁর উদ্দেশে হূঁশিয়ারি দিয়ে বলেছেন- তাঁর প্রার্থীত্ব ইরানে বিভক্তির মাত্রা বাড়িয়ে তুলবে।

রাষ্ট্রীয় সকল বিষয়েই খামেনীর কথাই চূড়ান্ত। সোমবার খবরাখবরে তাঁর যে উক্তি উদ্ধৃত করা হয়েছে তাতে তিনি বলেছেন- আহমেদিনেযাদের প্রার্থীত্ব ইরানের সমাজব্যবস্থায় মেরুকরনের জন্ম দেবে- দেশটিতে ক্ষতিকর বিভক্তি সৃষ্টি হবে।

এর আগে আহমেদীনেযাদ চার বছরের দু’টি মেয়াদে দেশটির শাসন পরিচালনা করেছেন দু’ হাজার পাঁচ থেকে নিয়ে দু’ হাজার তেরো সাল অবধি।

XS
SM
MD
LG