অ্যাকসেসিবিলিটি লিংক

আমেরিকান সাবেক বন্দিরা ইরান ত্যাগ করেছে, কয়েক বছর ধরে চলা বন্দি অবস্থা, আলোচনার অবসান হলো


US Iran Post Reporter
US Iran Post Reporter

যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির অধীনে, কয়েকজন আমেরিকান যাদেরকে ইরান মুক্তি দিয়েছে তারা বিমান যোগে তেহরান ত্যাগ করেছেন।

যারা সুইটজারল্যান্ডের পথে আছেন, তাদের মধ্যে আছেন ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জেসান রেজাইয়ান, সাবেক মেরিন আমির হেকমতি এবং খৃষ্ঠান ধর্ম যাজক সাইদ অবিদিনি। এরপর তারা চিকিৎসার জন্য জার্মানীতে যুক্তরাষ্ট্রের এক সামরিক হাসপাতালে যাবেন।

রেজাইয়ানের সঙ্গে আছেন তার স্ত্রী সাংবাদিক ইয়াগানেহ সালেহী এবং রেজাইয়ানের মা।

শনিবার চার আমেরিকান বন্দির মুক্তির কথা ঘোষণা করা হয়। তার মাত্র কয়েক ঘন্টা আগে ভিয়েনায় ইরানী ও পশ্চিমা কূটনীতিকরা, ইরান ও পশ্চিমা শক্তিগুলোর মধ্যে, একটা পারমানবিক চুক্তি কার্যকর করার কথা ঘোষণা করেন।

রয়টার্স যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার নাম প্রকাশ না করে তার উদ্ধৃতি দিয়ে বলেছে, চতুর্থ এক আমেরিকান যিনি মুক্তি পান, নাসরাতোল্লাহ খোসরাভি-রুডসারি, ওই বিমানে ছিলেন না। এর আগে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, “যারা ইরান ত্যাগ করতে চেয়েছেন তারা তা করেছেন।”

পঞ্চম এক আমেরিকান ভাষা শিখ্যার্থী ম্যাথিউ ট্রেভিথিককে শনিবার পৃথক ভাবে মুক্তি দেওয়া হয়। ২০১৫ সাল থেকে তিন আটক আছেন। তিনি ইতিমধ্যে ইরান ত্যাগ করেছেন।

XS
SM
MD
LG