অ্যাকসেসিবিলিটি লিংক

ইরান ওয়াশিংটন পোস্ট পত্রিকার সাংবাদিককে দোষী সাব্যস্ত করেছে


FILE - Jason Rezaian, an Iranian-American correspondent for the Washington Post, smiles as he attends a presidential campaign of President Hassan Rouhani in Tehran, April 11, 2013.
FILE - Jason Rezaian, an Iranian-American correspondent for the Washington Post, smiles as he attends a presidential campaign of President Hassan Rouhani in Tehran, April 11, 2013.

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে ওয়াশিংটন পোস্ট পত্রিকার সাংবাদিক জেসন রেজাইয়ান, গুপ্তচরবৃত্তি সহ অন্যান্য অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন।

রিপোর্টে বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেন মোহসেনি ইজেহীর উদ্ধৃতি দিয়ে, রায়ের বিস্তারিত না জানিয়ে বলা হয় যে রেজাইয়ান ও তার আইনজীবী ২০ দিনের মধ্যে রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবে।

রেজাইয়ানের আইনজীবী , তার দোষী সাব্যস্ত হওয়ার খবর নিশ্চিত করেননি বা ওই রিপোর্ট সম্পর্কে কোন মন্তব্য করেননি।

ওয়াশিংটন পোস্টের নির্বাহী সম্পাদক মার্টিন ব্যারন ওই রায় কে প্রচন্ড অন্যায় বলে আখ্যায়িত করেন। তিনি আরও বলেন আপিল করার জন্য, সংবাদপত্রটি রেজাইয়ানের পরিবারের সঙ্গে এবং আইনজীবীদের টিমের সঙ্গে কাজ করে যাচ্ছে ।

২০১২ সাল থেকে রেজাইয়ান ইরানে ওয়াশিংটন পোস্ট পত্রিকার জন্য কাজ করছিলেন যখন তাকে ২০১৪ সালের জুলাই মাসে গ্রেপ্তার করা হয়। একই সময় তার স্ত্রী ইয়াগেনে “ইয়েগী” সালেহি এবং আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। সালেহিও একজন সাংবাদিক। তাকে মুক্তি দেওয়া হয়েছে কিন্তু রেজাইয়ান এখনও জেলে আছেন।

১৯৮০ সাল থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোন কূটনৈতিক সম্পর্ক নেই।

XS
SM
MD
LG