অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানের পারমানবিক কর্মসূচী নিয়ে ভিয়েনায় আবারো আলোচনা শুরু


ইরানের পারমানবিক কর্মসূচী নিয়ে সম্ভাব্য চুক্তির ব্যপারে আলোচনায় যেসব বিষয়ে মতানৈক্য রয়েছে তা মিটিয়ে ফেলার লক্ষ্যে বুধবার ভিয়েনায় ইরান ও ৬ বিশ্ব পরাশক্তির মধ্যে আবারো আলোচনা শুরু হয়েছে।

আগামী ৩০শে জুনের মধ্যে দুই পক্ষ চুড়ান্ত চুক্তিতে পৌঁছানোর সকল কার্যক্রম শেষ করবেন বলে সময় নির্ধারণ করা হয়েছে। এই চুক্তির মধ্য দিয়ে ইরানকে পারমানবিক অস্ত্র তৈরী না করার অঙ্গীকার করতে হবে আর বিনিময়ে ইরানের বিরুদ্ধে থাকা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করা হবে।

এদিকে যুক্তরাস্ট্রের তরফে বলা হয়েছে ইরান ইয়েমেনে হুতি বিদ্রোহীদেরকে যে অস্ত্র দিয়ে সহায়তা করেছে তার প্রমান মিলেছে। যুক্তরাস্ট্র ইযেমেনের জল সীমানায় যুদ্ধ জাহাজ পাঠিয়েছে।

XS
SM
MD
LG