অ্যাকসেসিবিলিটি লিংক

সউদি আরব ও ইরানের সম্পর্কের উন্নয়ন ঘটতে পারে


ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি পাকিস্তান সফর শেষে মন্তব্য করেছেন যে সউদি আরবের সঙ্গে সম্পর্ক পুনরপ্রতিষ্ঠায় তার দেশ যথাসাধ্য প্রয়াস চালাবে I তিনি জানান মুসলিম জাহানের প্রগতি ও সাফল্যের জন্যই তা প্রয়োজন I তিনি বলেন আলোচনার মাধ্যমে দুটি দেশের ভেদাভেদ দূর করা যায়, তবে অদূর ভবিষ্যতে সরাসরি যোগাযোগের সম্ভাবনা আশা করা যায় না I

শিয়া একজন ধর্মীয় নেতার মৃত্যুদন্ডের প্রতিবাদে উন্মত্ত জনতা তেহরানে অবস্থিত সউদি দুতাবাস আক্রমন করলে, সউদি আরব তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে I সাংবাদিকদের প্রশ্নের জবাবে জনাব রুহানি বলেন, ইরান, সউদি আরবের সঙ্গে উত্তেজনা চায় না I

XS
SM
MD
LG