অ্যাকসেসিবিলিটি লিংক

তেহরানের বিস্ফোরণে ইরানি পরমানু বিজ্ঞানির প্রাণ নাশ


ইরানের পরমানু বিজ্ঞানি এই গাড়িতে আক্রমণে নিহত হন।
ইরানের পরমানু বিজ্ঞানি এই গাড়িতে আক্রমণে নিহত হন।

ইরান বলছে যে রাজধানী তেহরানে দুটি পৃথক বোমা হামলায় একজন প্রখ্যাত পরমানু বিজ্ঞানী নিহত এবং অপর একজন আহত হয়েছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রক দ্রুত এই আক্রমণের নিন্দে জানিয়ে যুক্ত রাষ্ট্র ও ইসরাইলের গোয়েন্দা সংস্থাগুলোকে এ জন্য দায়ি করেছে।

ইরানের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম বলছে যে আক্রমণকারীরা মোটর সাইকেলে ছিল এবং তারা আজ ঐ বিজ্ঞানীদের গাড়িতে বোমা লাগিয়ে দেয়। তারা তেহরানের উত্তরাঞ্চলে তাদের কর্মস্থল শঞদি বেহেশ্তি বিশ্ববিদ্যালয়ে তখন যাচ্ছিলেন।

একটি বিস্ফোরণে ইরানের পরমানু বিজ্ঞানী মাজিদ শাহরিয়ারী নিহত হয় এবং ঐ গাড়িতে তার স্ত্রী আহত হন। অন্য আরেকটি বিস্ফোরণে আহত পরমা্নু বিজ্ঞানি ফারেদিউন আব্বাসীকে হাসপাতালে ভর্তি করা হয়।

সাম্প্রতিক বছরগুলোতে আক্রমণকারীরা আরো অন্তত দু জন পরমানূ বিজ্ঞানিকে হত্যা করেছে। পশ্চিমি দেশগুলো , পারমানবিক বোমা তৈরির জন্যে পারমানবিক প্রযুক্তি আহরণের জন্যে ইরানকে অভিযুক্ত করছেন তবে ইরান এই অভিযোগ অস্বীকার করে আসছে।


সংশ্লিষ্ট

XS
SM
MD
LG