অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকের ডেপুটি স্পিকার আবাদিকে সরকার গঠনের জন্য বলা হয়েছে


Haider al-Abadi, left, has been nominated as Iraq’a prime minister. He’s shown with Salim al-Jabouri, speaker of the Iraqi Council of Representatives in Baghdad on July 15, 2014.
Haider al-Abadi, left, has been nominated as Iraq’a prime minister. He’s shown with Salim al-Jabouri, speaker of the Iraqi Council of Representatives in Baghdad on July 15, 2014.

ইরাকী প্রেসিডেন্ট ফুয়াদ মাসুম সংসদের ডেপুটি স্পিকার হায়দার আল আবাদিকে নতুন সরকার গঠনের জন্য বলেছেন। ইরাক ইসলামী রাষ্ট্র চরমপন্থীদের বিরুদ্ধে লড়ে যাচ্ছে।

সোমবার ইরাকের প্রধান শিয়া জোট ন্যাশানেল অ্যালায়েন্স আল আবাদি কে ওই পদে মনোনয়ন করেন।

ওদিকে সুন্নি কুর্দী এবং কয়েকজন শিয়ার, ক্ষমতাসীন প্রধানমন্ত্রীকে পদত্যাগ করার দাবি অগ্রায্য করে, নুরি আল মালিকি, ক্ষমতায় থাকতে চেষ্টা করছেন।

আল আবাদি একজন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার এবং ব্রিটেনের ম্যানচেষ্টার বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডক্টোরাল ডিগ্রী অর্জন করেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরী বলেছেন ইরাকের স্থিতিশীলতার জন্য সরকার গঠন খুবই গুরুত্বপূর্ণ।

তিনি বলেন " সব ইরাকীকেই একটা জিনিষ জানতে হবে যে বৈধ সাংবিধানিক প্রক্রিয়া থেকে বিচ্যুত যে কোন কিছুর প্রতি খুব কম আন্তর্জাতিক সমর্থন থাকবে। তাদের নতুন সরকারকে একটা সুযোগ দিতে হবে।."

ওদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী চাক হেগেল বলেছেন ইসলামী রাষ্ট্র চরমপন্থীদের বিরুদ্ধে আমেরিকান বিমান হামলা খুবই কার্যকর হয়েছে।

তিনি বলেন " আমরা ইরাকী নিরাপত্তা বাহিনীকে সমর্থন দেওয়া অব্যাহত রাখবো।"

XS
SM
MD
LG