অ্যাকসেসিবিলিটি লিংক

ইয়াজিদিদের বিরুদ্ধে আইএস এর তৎপরতা যুদ্ধাপরাধ: জাতিসংঘের তদন্তকারীরা


জাতিসংঘের তদন্তকারীরা বলছেন ইয়াজিদিদের বিরুদ্ধে, ইসলামিক স্টেট জঙ্গিরা যে পরিকল্পিত ভাবে ধর্ষণ, দাসত্ব এবং হত্যার অভিযান চালিয়েছে তা গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের আওতায় পড়ে।

সিরিয়া বিষয়ে যুক্তরাষ্ট্রের তদন্ত কমিশন বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে, ইরাকের সিনজারের পাশে, যেখানে পৃথিবীর সবচেয়ে অধিক সংখ্যক ইয়াজিদির বাস, তাদের নিশ্চিহ্ন করতে ইচ্ছাকৃত ভাবে যে অভিযান চালিয়েছে তার বিস্তারিত তুলে ধরে।

ঐ কমিশনের চেয়ারম্যান পাওলো পিনাইরো বলেন যে, সেখানে গণহত্যা হয়েছে এবং এখনও চলছে। আইসিস তাদের হাতে আটক প্রতিটি নারী, শিশু ও পুরুষকে ভয়াবহ নির্মমতার শিকার করেছে।

আইএস যোদ্ধারা ২০১৪ সালের আগস্ট মাসে সিনজারের প্রবেশ করে, যারা ইসলাম ধর্ম গ্রহণে অস্বীকৃতি জানায়, এমন শত শত ইয়াজিদি পুরুষ ও বালকদের হত্যা করেছে এবং নারীদের যৌনদাসী করে রেখেছে।

জাতিসংঘ বলছে, আইএস এখনও ৩২০০ নারী ও শিশুকে আটক করে রেখেছে। নারীদের যৌনদাসী করেছে এবং বালকদের আইএস এর হয়ে লড়াই করতে প্রলুব্ধ করছে। ঐ প্রতিবেদনে বলা হয়েছে যে, অনেক মেয়েই আইএস এর কাছে বিক্রি হয়ে যাওয়ার ভয়ে আত্মহত্যা করছে।

XS
SM
MD
LG