অ্যাকসেসিবিলিটি লিংক

ইসলামিক স্টেট গাড়ি বোমা বিস্ফোরণ ঘটাচ্ছে


An Iraqi federal police officer stands guard outside the natural gas plant in Taji, 20 kilometers north of Baghdad, Iraq, May 15, 2016. The plant was targeted by an apparant Islamic State attack.
An Iraqi federal police officer stands guard outside the natural gas plant in Taji, 20 kilometers north of Baghdad, Iraq, May 15, 2016. The plant was targeted by an apparant Islamic State attack.

বাগদাদে এবং ইরাকের অন্যান্য স্থানে বোমা বিস্ফোরণের এক অভিযানে, ইসলামিক স্টেটের চরমপন্থীরা, পুনরায় ঘরে নির্মিত গাড়ি-বোমা ব্যবহার করতে শুরু করেছে।

ইরাকী নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন রবিবার সন্ত্রাসী গ্রুপ, রাজধানীর উত্তরে, একটি গ্যাস কেন্দ্র সহ ৫টি স্থানে আক্রমণ চালায়। গ্যাস কেন্দ্রের হামলায় অন্তত ১৫ জন নিহত হয়। ৫টি হামলায় ১০০জনের বেশি ইরাকী নিহত হয।

রবিবার বাগদাদে এক সাংবাদিক সম্মেলনে, ৬৬ সদস্যের আই এস দমন কোয়ালিশনে প্রেসিডেন্ট ওবামার দূত ব্রেট ম্যাকগুর্ক বলেছেন “তথাকখিত খেলাফতের এলাকা সঙ্কুচিত হচ্ছে।”

তিনি আরও বলেন তারা পুনরায় কোনএলাকা দখল করতে পারেনি।

এপ্রিল মাস থেকে আই এস ব্যাপক গাড়ি বোমা বিস্ফোরণ ঘটাচ্ছে।

XS
SM
MD
LG