অ্যাকসেসিবিলিটি লিংক

পূর্ব মসুলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইরাকের নিরাপত্তা বাহিনী


ইরাকের সরকার জানিয়েছে, তাদের নিরাপত্তা বাহিনী ইসলামিক স্টেট গ্রুপের কাছ থেকে পূর্ব মসুলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। মসুল পুনর্দখলের জন্য গত অক্টোবর মাসে যুদ্ধ শুরু হওয়ার একশো দিনের বেশী সময় পর পূর্ব মসুলের নিয়ন্ত্রন নিয়েছে ইরাকের নিরাপত্তা বাহিনী।

ইসলামিক স্টেট জঙ্গীরা এখন মসুলের পশ্চিমে সরে গেছে। এবং টাইগ্রিস নদীর ওপর যে পাঁচটি সেতুতে তাদের নিয়ন্ত্রন ছিল তা হারিয়েছে।

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদী বলেন, “ইরাকের মানুষের ঐক্য এবং নিরাপত্তা বাহিনীর প্রতি তাদের সমর্থনের কারনে এই মহান কাজ সম্পন্ন হয়েছে। এখন মসুলের বাকি এলাকা মুক্ত করতে আমি আমাদের সাহসী বাহিনীকে আমন্ত্রণ জানাচ্ছি।"

XS
SM
MD
LG