অ্যাকসেসিবিলিটি লিংক

ইসলামপন্থী উগ্রবাদীরা ইরাকের উত্তরাঞ্চলে আরও এলাকা দখম করেছে


A fighter of the Islamic State of Iraq and the Levant (ISIL) holds a weapon while another holds a flag in the city of Mosul, June 23, 2014.
A fighter of the Islamic State of Iraq and the Levant (ISIL) holds a weapon while another holds a flag in the city of Mosul, June 23, 2014.

ইসলামপন্থী উগ্রবাদীরা, বৃহস্পতিবার ইরাকের উত্তরাঞ্চলে আরও এলাকা দখম করেছে। তারা কয়েকটি খৃষ্ঠান প্রধান শহর দখল করে এবং হাজার হাজার বাসিন্দাকে পালিয়ে যেতে বাধ্য করে।

প্রত্যক্ষদর্শীরা বলেছে ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দী অঞ্চলের কাছে চরমপন্থীরা রাতে আক্রমণ অভিযান চালিয়ে কারাকুশ এবং তাল কায়েফ সহ কয়েকটি শহর দখল করেছে। কারাকুশ এবং তাল কায়েফ খৃষ্ঠান প্রধান শহর।

ওই এলাকার ধর্মীয় যাজকরা বলেছেন হাজার হাজার অসামরিক ব্যাক্তি এবং কুর্দী যোদ্ধা যারা তাদের রক্ষা করছিলো তারা পালিয়ে গেছে।

XS
SM
MD
LG