অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকের সংসদে অচল অবস্থা, আগামী অধিবেশন এক মাস স্থগিত করা হয়েছে


Shi'ite volunteers from Hezbollah Iraq who joined the Iraqi army to fight militants of the Islamic State, formerly known as the Islamic State in Iraq and the Levant, gather together in Baghdad, July 6, 2014.
Shi'ite volunteers from Hezbollah Iraq who joined the Iraqi army to fight militants of the Islamic State, formerly known as the Islamic State in Iraq and the Levant, gather together in Baghdad, July 6, 2014.

ইরাকের সংসদ তাদের আগামী অধিবেশন অগাস্ট মাসের মাঝামাঝি অবধি স্থগিত রেখেছে। সংসদে অচল অবস্থা বিরাজ করছিলো। রাজনৈতিক ক্ষমতা কিভাবে ভাগাভাগি করতে হবে, সে বিষয়ে তারা সিদ্ধান্ত নিতে পারছিলো না। ওদিকে বাগদাদ চরমপন্থী ইসলামী বিদ্রোহের সম্মুখীন। বিদ্রোহীরা রাজধানীর দিকে এগুচ্ছে।

ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল মালেকি, গত মাসে পশ্চিমী নেতাদের বলেছেন যে জুলাই মাসের গোড়ার দিকে নতুন সরকার গঠন করা হবে। কিন্তু সোমবার সংসদ তাদের আগামী অধিবেশন অগাস্ট মাসের ১২ তারিখ অবধি স্থগিত রাখে। তারা আশা করছে দেশের তিনটি শীর্ষ পদ কারা পুরণ করবেন তার একটা সমাধান তারা করতে পারবেন।

Mr. al-Maliki'র শিয়া রাজনৈতিক অনুসারীরা April মাসের নির্বাচনে অধিকাংশ আসন জয়লাভ করেন কিন্তু তারা সংখ্যাগরিষ্ঠ নয়। বহু ইরাকী আইন প্রণেতা তার বিরুদ্ধে অভিযোগ করেন যে তিনি সংখ্যালঘু সুন্নিদের যথেষ্ট রাজনৈতিক সুবিধা দিতে ব্যর্থ হন।

XS
SM
MD
LG