অ্যাকসেসিবিলিটি লিংক

আনবারের নিয়ন্ত্রণ পুন:প্রতিষ্ঠার লক্ষ্যে বিশেষ অভিযান চালাচ্ছে ইরাকী সরকার


ইরাকী সরকার বলেছে ইসলামিক ষ্টেটের দখলে থাকা পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আনবারের নিয়ন্ত্রণ পুন:প্রতিষ্ঠার লক্ষ্যে বিশেষ অভিযান চালানো হচ্ছে।

আনবার প্রদেশের রাজধানী রামাদী ইসলামিক ষ্টেট যোদ্ধারা দখলে নেয়ার প্রায় দু সপ্তাহ পর মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে এই অভিযানের ঘোষণা দেয়া হয়।

এদিকে ইরাকী প্রধানমন্ত্রী হায়দার আল আবাদী বিবিসির সঙ্গে দেয়া সাক্ষাৎকারে বলেছেন কয়েক দিনের মধ্যেই তারা রামাদী শহরের পুনর্দখণ নিতে পারবেন।

রামাদীর দখল নিতে ইসলামি ষ্টেট যোদ্ধাদের সঙ্গে লড়তে ইরাকী বাহিনীর আন্তরিকতা নিয়ে যুক্তরাস্ট্রের প্রতিরক্ষামন্ত্রী এ্যাশ কার্টার প্রশ্ন তোলার পর ইরাকের সঙ্গে সম্পর্ক স্বাভিাবিক রাখতে ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার মিষ্টার আবাদীর সঙ্গে টেলিফোনে কথা বলেন।

তিনি জঙ্গী মোকাবেলায় ইরাককে যুক্তরাস্ট্রের সাহায্য সহযোগিতা দেয়ার আশ্বাস পুনর্ব্যাক্ত করেন।

XS
SM
MD
LG