অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকে যুক্তরাষ্ট্রের দূত বলেছে মসলে ইসলামিক স্টেট আটকা পড়েছে


Displaced Iraqis flee their homes on a rainy day as Iraqi forces battle with Islamic State militants, in western Mosul, March 13, 2017.
Displaced Iraqis flee their homes on a rainy day as Iraqi forces battle with Islamic State militants, in western Mosul, March 13, 2017.

মসলের পশ্চিমাঞ্চলে লড়াইয়ে, ইসলামিক স্টেটের কাছ থেকে ভূমি পুনর দখলের কথা উল্লেখ করছেন আমেরিকান ও ইরাকী কর্মকর্তারা। তারা বলছেন সরকার পন্থী সেনারা চরমপন্থীদের নিয়ন্ত্রিত এলাকায় এগিয়ে গেছে এবং চরমপন্থীদের পালিয়ে যাবার সম্ভাব্য পথ বিচ্ছিন্ন করে দিয়েছে।

মেজর জেনারেল মান আল সাদী বলেছেন ইরাকী নিরাপত্তা বাহিনী এখন মসলের পশ্চিমাঞ্চলের এক তৃতীআংশের বেশি এলাকা নিয়ন্ত্রণ করে। সেখানে তারা প্রায় এক মাস ধরে লড়ছে।

২০১৪ সালের মাঝামাঝি থেকে ইসলামিক স্টেট মসলে আছে। কিন্তু তারা সরকারি আক্রমণ অভিযানের মুখে জানুয়ারি মাসে শহরের পুর্বাঞ্চলের নিয়ন্ত্রণ হারায়। তারা ইরাকে আর কোন প্রধান শহর নিয়ন্ত্রণ করছে না।

রবিবার ইরাকী সেনারা, মসল থেকে বেরিয়ে যাওয়ার সব শেষ সড়কটি দখল করে। যুক্তরাষ্ট্রের দূত Brett McGurk বলেছেন ইসলামিক স্টেট এখন আটকা পড়েছে।

XS
SM
MD
LG