অ্যাকসেসিবিলিটি লিংক

মসুলের বাইরে আইএসের বিরুদ্ধে পেশমের্গা বাহিনী লড়ছে


epaselect IRAQ UNREST PESHMERGA FIGHTERS
epaselect IRAQ UNREST PESHMERGA FIGHTERS

ইসলামিক স্টেটের কাছ থেকে, মসুলের চতুর্দিকের গ্রামগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যে, যুক্তরাষ্ট্রের বিমান আক্রমণের সহায়তায়, ইরাকে কুর্দী পেশমের্গা বাহিনী এক অভিযান শুরু করেছে।

পেশমের্গা কর্মকর্তারা রবিবার বলেছেন, বেশ কয়েকটি গ্রামের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। লড়াই অব্যাহত রয়েছে এবং ওই সব এলাকায় ধুয়ো উঠতে দেখা যায়।

ইসলামিক স্টেটের কাছ থেকে, ইরাকের দ্বিতীয় সর্ব বৃহৎ শহর মসুলের নিয়ন্ত্রণ নেওয়ার প্রচেষ্টায় সামরিক এই তৎপরতা একটা বড় ধরনের পদক্ষেপ। দু বছর আগে ইসলামিক স্টেট মসুল দখল করে।

ইরাকী নেতারা এ বছরের মধ্যে উত্তরাঞ্চলের ওই শহরের নিয়ন্ত্রণ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

ইসলামিক স্টেটের নেতা আবু বকর বাগদাদী ২০১৪ সালে মসুলেই, ইরাক সিরিয়া এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য কিছু এলাকা নিয়ে, খিলাফত ঘোষণা করেছিলেন।

XS
SM
MD
LG