অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকী বাহিনী আইএসের কাছ থেকে মসলের পশ্চিমাঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার অভিযান শুরু করেছে


 Members of the Iraqi rapid response forces fire a missile toward Islamic State militants during a battle in south of Mosul, Iraq, Feb. 19, 2017.
Members of the Iraqi rapid response forces fire a missile toward Islamic State militants during a battle in south of Mosul, Iraq, Feb. 19, 2017.

যুক্তরাষ্ট্র সমর্থিত ইরাকী বাহিনী এক সামরিক অভিযান শুরু করেছে। তাদের লক্ষ্য মসলের পশ্চিমাঞ্চল থেকে ইসলামিক চরমপন্থীদের হঠিয়ে দেওয়া। দেশের দ্বিতীয় সর্ব বৃহৎ শহরের নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যে চার মাসের অভিযানের এটি ছিল দ্বিতীয় পর্যায়।

ইরাকী প্রধানমন্ত্রী হায়দার আল আবাদী রবিবার বলেছেন “ আমাদের বাহিনী দায়েশের সন্ত্রাস থেকে নাগরিকদের মুক্ত করতে শুরু করেছে।” তিনি বলেন “আমরা অভিযানের নতুন পর্যায় ঘোষণা করছি।” তিনি নিরাপত্তা বাহিনীর প্রতি, সামরিক অভিযান চালানোর সময়, মানবাধিকারের প্রতি মর্যাদা প্রদর্শনের আহ্বান জানান।

ইরাকী বাহিনী এই নতুন অভিযানের একটা অংশ হিসেবে বেশ কয়েকটি গ্রাম দখল করেছে। তাদের এখনকার লক্ষ্য হচ্ছে মসল বিমানবন্দর।

XS
SM
MD
LG