অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট ওবামা ইরাকে আরো সৈন্য মোতায়েনের অনুমোদন দিচ্ছেন


প্রেসিডেন্ট বারাক ওবামা ইরাকে আরো দেড় হাজার সৈন্য মোতায়েনের ব্যাপারে সেনাবাহিনীকে অনুমোদন দিচ্ছেন। ইরাকে ইসলামিক স্টেট জঙ্গীদের মুকাবিলা করার অংশ হিসাবে এই পদক্ষেপ নেয়া হছে। ওয়াইট হাউস বলছে, ঐসব সৈন্য সরাসরি যুদ্ধ করবে না। তবে জঙ্গীদের মুকাবিলা করতে ইরাকী এবং কুর্দী সেনাদের প্রশিক্ষণ দেবে। কংগ্রেসের নেতাদের সাথে সাক্ষাতের পর প্রেসিডেন্ট ওবামা ঐ ঘোষণা দেন। ঐ অভিযানের জন্য মিঃ ওবামা কংগ্রেসের কাছে ৫৬০ কোটি ডলার চাইবেন। তার প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তারা বলছেন, ইরাকীদের প্রশিক্ষণ এবং সরঞ্জাম দেবার জন্য ১৬০ কোটি ডলারের তহবিল গঠন ঐ অনুরোধের অন্তর্ভুক্ত।

XS
SM
MD
LG